সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
রোববার(০২ জুন)সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শুরু হওয়া দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় হাজার খানিক শিক্ষার্থী।
সকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি ফেতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। পরে সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদীর সাথে নিয়ে অভিবাদন মঞ্চে একসাথে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা, কলেজের পতাকা  ও অলিম্পিক পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন।এছাড়া আগত অতিথিরা মিলে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিনের কার্যক্রম শুরু করেন।
সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি দল ও রোভার স্কাউটস টিমের সদস্যরা কলেজের বাদক দলের সদস্যদের বাজনার তালে তালে আমন্ত্রিত অতিথিদের সালাম প্রদর্শন করেন।এসময় কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারীরাও অতিথিদের সালাম প্রদর্শন করেন।
গতবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিক্তি ঘোষের কন্ঠে শপথবাক্য পাঠ, অলিম্পিক মশাল প্রোজ্জ্বলন ও রোডশোর মাধ্যমে এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে ওসহকারী অধ্যাপক অলিউর রহমানের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, সাতক্ষীরা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস্, সদস্য নাজমুন আসিফ মুন্নি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিসিবি কোচ মুফাচ্ছেনুল হক তপুসহ সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, সহকারী,কর্মচারী, কর্মকর্তা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কলেজে অধ্যায়নরত বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।
Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।