চলতি ২০২৪ সালের মে মাসে জেলায় ৩০জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪জনকে হত্যার অভিযোগ রয়েছে। আত্মহত্যার ঘটনা ঘটেছে ৫টি। ধান সিদ্ধ করার ত্রুটিপূর্ণ ব্রয়লার বিস্ফোরণে গরম পানিতে দগ্ধ হয়ে মারা গেছেন একজন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮জন। বজ্রপাতে নিহত হয়েছে ২জন। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে ৩জন। পানিতে ডুবে মারা গেছে ৪শিশু। এছাড়া সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়। ঘূর্ণিঝড় রেমালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয় এবং দেবহাটার ইছামতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে গত ৫মাসে জেলায় ৭৬টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো। সূত্রমতে সাতক্ষীরায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত গত চার মাসে ৪৬জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। সূত্রমতে, এপ্রিল মাসে একজন হত্যা, বিদ্যুৎস্পৃষ্টে একজন, ৩জন আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় ৪জন, একটি মরদেহ উদ্ধার ও বাঘের হামলায় একজন মারা যায়। মার্চ মাসে একজন হত্যা, বিদ্যুৎস্পৃষ্টে ২জন, একজন আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় ৪জন, একটি মরদেহ উদ্ধার এবং সন্তান প্রসবের পর একজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাসে ৩জন আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় ৬জন, ৩টি মরদেহ উদ্ধার, একজন ছাদ থেকে পড়ে ও একজনের সাপের কামড়ে মৃত্যু হয়। জানুয়ারি মাসে একটি শিশু হত্যা, তিনজন বিদ্যুৎস্পৃষ্টে, একজন আত্মহত্যা, সড়ক দুর্ঘটনায় ৪জন, হিটস্ট্রোকে এক শিক্ষক ও একজনের পানিতে ডুবে মৃত্যু হয়।
এদিকে চলতি সালের মে মাসে সাতক্ষীরায় ৩০জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মে মাসে পৃথক ঘটনায় ৪জনকে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ ও স্থানীয়দের বরাতে প্রকাশিত খবর অনুযায়ী, ২ মে সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির হাড়গোড় উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওইদিন বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে মাথাসহ এ হাড়গোড় উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল হোসেন শিমুল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে। ৬ মে সাতক্ষীরায় ছোট ভাই আজিবর রহমানকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আফসার আলী। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আজিবর। গত ৩ মে রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিবার রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। ১৮ মে কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের ঘোষপাড়ায় বন্যা ঘোষ (২৪) নামের দুই সন্তানের জননীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠে। পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। ২৯ মে সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়। উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে।
এদিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন ত্রুটিপূর্ণ বয়লার বিস্ফোরণে তোফাজ্জেল হোসেন টকো (৭১) নামের এক শ্রমিক নিহত হন। ১৯ মে সন্ধ্যায় রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে টানা ৫৮ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃদ্ধ শ্রমিক তোফাজ্জেল হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের বালুইগাছা গ্রামের বাসিন্দা।
মে মাসে ৫টি আত্মহত্যার অভিযোগে খবর প্রকাশ হয়। সূত্র জানায়, ৩ মে আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেন নুরু শেখ (৬৫) নামে জনৈক ব্যক্তি। ৫ মে কলারোয়ায় কৃষক আমিরুল করিম (৭৪) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ মে সাতক্ষীরার কালিগঞ্জে শিউলী বসাক (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। তিনি উপজেলার কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বিজন মন্ডলের স্ত্রী।
১৬ মে সাতক্ষীরার কালিগঞ্জে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (৬২) নামে এক শ্রমিক আত্মহত্যা করেন। উপজেলার চাম্পাফুল ইউনিয়নের দক্ষিণ বালাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী মিজানুর রহমান বালাপোতা গ্রামের মরহুম বাবুল উদ্দীনের ছেলে।
২৯ মে সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে সোহাগি আক্তার ওরফে হেনা (২০) নামে এক যুবতী আত্মহত্যা করেন। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের হান্নান সরদারের মেয়ে।
মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৮জন। সূত্রমতে, ৫মে যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। ওই সময় মোটরসাইকেল চালক, ওই নারীর স্বামী এবং একমাত্র কন্যাও মারাত্মকভাবে আহত হন। নিহত রিতা রাণী (২১) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী এবং যশোরের শার্শার গোড়পাড়া পোতাপুর গ্রামের কিনা মন্ডলের মেয়ে।
১৭ মে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, নিহত ভ্যান চালক মোঃ কুদ্দুস গাজী (৭১) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।
১৮ মে সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে ২শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১জন। নিহতরা হলেন-কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
২৩ মে শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম শেখ (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি দাদপুর গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে। একইদিন কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় হেলেনা পারভীন (৪৫) নামের এক নারী শিক্ষক নিহত হয়েছে। তিনি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
২৫ মে সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শাওন হোসেন(১৮) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রলি চালকের হেলপার রাজু। নিহত শাওন যশোরের বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও আহত হেলপার রাজু পশ্চিম কোটা গ্রামের হবিবর রহমান হবির ছেলে।
একইদিন শ্যামনগরে মাটিভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পলাশ আউলিয়া (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়। সে মুন্সিগঞ্জ জেলেখালী গ্রামের ভোলা আউলিয়ার ছেলে ও নওয়াবেঁকী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
মে মাসে বজ্রপাতে নিহত হয়েছে ২জন। সূত্রমতে, ৯ মে দুপুরে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগরে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়। ১৯ মে সাতক্ষীরায় বজ্রপাতে মাছুম বিল্লাহ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে এবং বল্লী মোহাম্মদ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
মে মাসে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে ৩জন। সূত্র জানায়, ২ মে আশাশুনিতে ইঁদুর মারার জন্য নিজের দেয়া ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়। মৃত কৃষকের নাম নুহ গাজী (৩৩)। তিনি উপজেলার খাজরা ইউনিয়েনের খালিয়া গ্রামের মো. মোজাম গাজীর ছেলে। ১২ মে শ্যামনগর উপজেলায় রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মোঃ আব্দুল হাকিম (৩২)। তিনি উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের সোবহান গাজীর পুত্র। ৩০ মে সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন পঞ্চানন সরকার (৪৮) নামে এক জেলে। উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পঞ্চানন সরকার দাঁড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের ছেলে।
মে মাসে পানিতে ডুবে মারা গেছে ৪শিশু। সূত্রমতে, ১০ মে কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। খাদিজা খাতুন (৬) নামের এই শিশু কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। ১৬ মে তালায় বারুইহাটি ঘেরের ক্যানেলে ডুবে ফায়াজ মোড়ল (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বারুইহাটি গ্রামের মফিজুল মোড়লের ছেলে ও বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র ছিলেন। ২৫ মে শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে অরুপ বৈদ্য নামে ১৮মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সে একই গ্রামের হেমন্দ্রনাথ বৈদ্যর তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ। ৩১ মে আশাশুনির বুধহাটাইউনিয়নের নওয়াপাড়ায় পুকুরের পানিতে ডুবে মাহফুজ (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়।
এদিকে ১৬ মে সাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শারাফাত হোসেন সিফাত (০৭) নামের এক শিশু মারা গেছে। উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত সাতক্ষীরা শহরের শাহিন আলমের ছেলে। ২১ মে দেবহাটার ইছামতি নদী থেকে ভারতীয় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বিজিবি। এছাড়া ২৬ মে বঙ্গোসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ সাতক্ষীরা উপকূলে আঘাত হানে। এদিন রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. শওকত আলী মোড়ল (৭২) মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …