এস,এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।।মানুষ গড়ার কারিগর ও আশাশুনি সরকারি কলেজের উন্নয়নের রুপকার অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক হোসেন আলীর সভাপতিত্বে সভায়বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদি, কলোরোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আনারুজ্জামান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসুসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচিলনা করেন প্রভাষক জাকির হোসেন ও প্রভাষক শিরিন বাহার যুথী।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …