সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ৬১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদে এর ওয়ার্ড কমিটির মেয়াদ উত্থীর্ণ হওয়ায় গতকাল এক প্রতিনিধি সভার মাধ্যমে নতুন করে ৬১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে সাবেক ছাত্রনেতা মো. শাহাজান আলীকে সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রবীন আওয়ামী লীগ নেতা মো. বাবর আলীকে মনোনীত করে ৬১সদস্য বিশিষ্ট পৌর ৮নং ওযার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মন্ডলীর সদস্য পদে ৯জন কে সম্পাদক মন্ডলীর সদস্য পদে ২৩জনকে সহ-সম্পাদক পদে ১৭জন এবং কার্য্য নির্বাহী সদস্য পদে ৯জনসহ মোট ৬১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কমিটি গঠন করা হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে অত্র পৌর ৮নং ওয়ার্ড কমিটির অধীনে ৩টি গ্রাম ও ৭টি মহল্লা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণসহ অঙ্গিকার ব্যক্ত করা হয়।
কমিটি গঠনকল্পে আযোজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগনেতা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো: আজগর আলী সরদার, জেলা সাধারণ সম্পাদক কেয়াম উদ্দীন গাজি, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মামুন আব্দুল্যাহ, জেলা সাংগঠনিক সম্পাদক আবু ইয়াছিন গাজী, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, জেলা মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা খান চৌধুরী বিউটি, জেলা সাংস্কৃতিক সম্পাদক জিএম আবু সাইদ, সহ-অর্থ সম্পাদক গাজি আব্দুর রশিদ। পৌরনেতা প্রকাশ মন্ডল পলাশ, এড. মুকুন্দ রায়, হাসানুজ্জামান, শওকাত আলী, রবিন চন্দ্র মন্ডল, আব্দুল জলিল, রাজু আহমেদ, ইয়াছিন আলী, আবু সাঈদ, কামরুজ্জামান, আব্দুল হক, আবুল হোসেন, আব্দুল গফ্ফার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।