শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায়ীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেয়। প্রশিক্ষণ শেষে দুগ্ধ প্রকল্পের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …