বাঘ সংরক্ষণে সুন্দরবনে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে ও সুন্দরবনে কেল্লা তৈরী করা হবে এটি জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহাম্মদ মোহসিন হোসেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলি বলেন।

তিনি আরও বলেন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবনে পশু পাখির সংখ্যা বাড়ানোর জন্য কেল্লার সংখ্যা বৃদ্ধি করা হবে, মিষ্টি পানির উৎস বৃদ্ধি সহ চোরা শিকারীদের নির্মূল করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

“বাঘ আমাদের অহংকার,রক্ষার দায়িত্ব সবার।”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রঊফ,নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশের সুবেদার আরজুল ইসলাম, কোষ্ট গার্ডের পেটি অফিসার রফিক উদ্দীন, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম, কদমতলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।