জাহিদুল বাসার (জাহিদ) ব্রহ্মরাজপুর প্রতিনিধি।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ঘোষ পাড়ায় বুধবার গভীর রাতে কে বা কারা চেতনা নাশক স্প্রে দিয়ে পৃথক ২ বাড়িতে সবাই কে অচেতন করে নগদ ২ লাখ টাকাসহ বিভিন্ন প্রকার স্বর্নালংকার লুট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, বালিথার ঘোষ পাড়ার মৃত সতীশ কুমার দাশের পুত্র কাঞ্চন কুমার দাশের বাড়িতে এবং পাশ্ববর্তী মৃত মনোরঞ্জন কুমার দাশের বাড়িতে বুধবার গভীর রাতে কে বা কারা চেতনা নাশক স্প্রে দিয়ে নগদ টাকাসহ বিভিন্ন প্রকার স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগীরা জানিয়েছেন,১২ জুন বুধবার কাঞ্চন কুমার দাশ একটি গরু বিক্রি করে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে রাখে। রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষ করে রাত আনুমানিক ১টার দিকে ঘুমিয়ে পড়ে। এরপর চোরেরা চেতনা নাশক স্প্রে দিয়ে বসত ঘরের ক্লবসিবল গেটের তালা খুলে বারান্দায় প্রবেশ করে এবং ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে গরু বিক্রি করা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, স্বর্নের দুল ও চুড়িসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী দূর্গাদাশের বাড়িতেও চেতনা নাশক স্প্রে দিয়ে নগদ ৩০ হাজার টাকাসহ সোনার দুল,চুড়ি ও বিভিন্ন জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। সকালে তারা ঘুম থেকে কেউ না ওঠায় প্রতিবেশিরা গিয়ে তাদের ডাকাডাকি করলে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় গ্রাম ডাঃ মো: আবদুল খালেক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিলে তারা কিছুটা সুস্থ হয়ে ঘটনার বিস্তারিত বর্ননা দেন।এঘটনায় বৃহস্পতিবার সকালে ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের ও ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন ও ফিংড়ী ইউনিয়নের বিট অফিসার এস আই জ্যোতির্ময় ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছেন।