আলহাজ্ব মাওলা বক্স সরদারের জানাজা নামাজ অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিনের পিতা আলহাজ্ব মাওলা বক্স সরদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার জোহরের নামাজের পরে শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসলমানদের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শাল্যে কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ অহিদুজ্জামান অহিদ এর ইমামতিতে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রফেসর আব্দুল ওয়ারেছ, মরহুমার পরিবার ও আত্মীয়-স্বজনসহ শাল্যে গ্রাম ও আশপাশের এলাকা  থেকে আগত হাজার হাজার মুসলমান।  মরহুমার জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় ২০ জুন বৃহস্পতিবার রাত ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।