: সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) ১১টার দিকে এঘটনা ঘটে। এবাদুল হোসেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে।আহত হয়েছেন নাজমুল গাজী (২২) নামের এক যুবক। তিনি একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়াল পাড়া গ্রামের নুর ইসলাম গাজির ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এবাদুল হোসেন ও তার বন্ধু নাজমুল গাজী মোটরসাইকেল নিয়ে শ্যামনগর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ইজিবাইকের সঙ্গে তদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হোসেনের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাজমুল গাজীকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।