এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।। আশাশুনি থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (২৬ জুন ) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এএসআই মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১শ৫ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিলসহ বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র আব্দুল মালেককে আটক করেন। এসংক্রান্তে থানায় ২৬(০৬)২০২৪ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে এসআই মোঃ শামীমুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় মামলা নং ২৭(০৬)২৪ এর আসামি কমলাপুর গ্রামের মোঃ হোসেন গাজীর পুত্র মোঃ বাশারুল ইসলামকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …