হারানো ফোন উদ্ধার করে দিলো ওসি বিশ্বজিৎ

বিশেষ প্রতিনিধি: হারানো ফোন উদ্ধার করে হস্তান্তর করলো আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, গতকাল ২৬ জুন ২০২৪ রাত ১০ টায় মোবাইল ফোনের প্রকৃত মালিক সাংবাদিক আরিফুলের কাছে এই ফোন হস্তান্তর করেন ওসি বিশ্বজিৎ, আরিফুল বলেন IMEI:35907780233990,359753550233092 নম্বর মোবাইল টা আমার গত ১৪-০৮-২০২১ ইং আনুমানিক বিকেল ৪:৩০ মিনিটে মোটরসাইকেল যোগে বাড়ি হইতে আশাশুনির উদ্দেশ্যে রওনা হইলে আমার প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটি অসাবধানতা বশত পথিমধ্যে পড়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরে না পেয়ে আশাশুনি থানায় জিডি করি, ২৬- ০৬-২০২৪ রোজ বুধবার ২ বছর ১০ মাস ১৪ দিন পর সেই মোবাইল আবারো হাতে পেলাম আলহামদুলিল্লাহ খুব‌ই ভালো লাগলো, আরিফুল আরো বলেন ২৪ জুন-২০২৪ ইং রাত ১০ টায় আমি ওসি মহোদয় বিশ্বজিৎ কে ফোন করে আমার হারিয়ে যাওয়া ফোনটির বিষয়ে অবহিত করলে তিনি আমাকে আশ্বাস দেন এবং ৪৮ ঘন্টা পার হতে না হতেই ফোনটা উদ্ধার করে আমার হাতে তুলে দেন আমি ধন্যবাদ জানাই চৌকস এই পুলিশ অফিসারকে এবং মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।