এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ এর উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল তপশীল ঘোষণা করেন। তফশীল অনুযায়ী নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ ঠা জুলাই। মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ই জুলাই। আপীল দায়ের ৬ থেকে ৮ ই জুলাই। আপিল নিস্পত্তি করা হবে ৯ই জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ই জুলাই। প্রতীক বরাদ্দ ১১ই জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৭ই জুলাই।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয়ে যায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …