তালার খলিষখালীতে চেতনা নাশক স্প্রে করে লুট

খলিষখালী (পাটকেলঘাটা): তালার খলিষখালী বাজারের পোস্ট মাষ্টার ইন্দ্রজিত ঘোষের বাড়িতে একদল দুবৃত্ত চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবগাত গভীর রাতে এ ঘটনা সংগঠিত হয়। খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পোস্ট মাষ্টার ইন্দ্রজিত ঘোষ জানান প্রতিদিনের ন্যায় তিনি রাত ১২টার দিকে তার স্ত্রী এবং শিশু কন্যাসহ ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান তার ঘরের দরজা খোলা ও ঘরের আসবাবপত্র তছনস করা এবং ঘরের আলমারি শোকেসের সব জিনিস পত্র উলোটপালোট করা। পরে দেখা যায নগদ ৫০ হাজার টাকা ও প্রায় ৮ ভরি স্বর্নালংকার নেই।

তার ধারণা চেতনা নাশক স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে এসব মালামাল লুট করা হয়েছে।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।