এস এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি প্রেসক্লাবের সদস্য, প্রজন্ম একাত্তরের উপজেলা প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক বাহবুল হাসনাইনকে সাতক্ষীরা মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য দক্ষিণ চাপড়া গ্রামের মৃত. লুৎফর সরদারের জৈষ্ঠ্য পুত্র আশাশুনি বাজারের বলাকা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোস্ট্যাটের মালিক বাহবুল হাসনাইন বাবুল সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে দুর্ঘটনা কবলিত হন। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আর্থিক ব্যয় সংকটসহ নানাবিধ কারণে তাকে
সাতক্ষীরা মেডিকেলে আইসিইউতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …