সেলিম হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার পোস্ট অফিস মোড় হতে সরকারি কলেজ অভিমুখে সড়কটি, কদমতলা বাজার হতে রসুলপুর স্কুল অভিমুখে সড়কটি, সিটি কলেজ মোড় হতে কাশেমপুর বাইপাস অভিমুখে সড়কটি, বকচরা পশ্চিমপাড়া হতে পরানদহ অভিমুখে সড়কটি, বৈকারী সড়ক অভিমুখে বাবুলিয়া বাজার হতে আবাদেরহাট সড়কটি, ইটাগাছা বাঙ্গালের মোড় হতে গড়েরকান্দা অভিমুখে সড়কটি, তুজুলপুর হতে আখড়াখোলা বাজার অভিমুখে সড়কটি, বাবুলিয়া বাজার হতে ছয়ঘরিয়া অভিমুখে সড়কটিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাগুলো দীর্ঘদিন যাবত ধরে বেহালদশায় পড়ে রয়েছে। যেন দেখার কেউ নেই। এসব এলাকার রাস্তায় জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তারগুলোতে বিভিন্ন স্থানে পিচের ছালচামড়া ও ইটের খোয়া উঠে খানাখন্দ হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। বেহাল রাস্তাগুলো আজও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসি আরও এলজিইডির ও পৌরসভার উদাসীনতায় স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যক্তিরা রাস্তা পাকাকরণের সময় তারা যেনতেন করে রাস্তা সংস্কার ও পাঁকাকরণের কাজ করে দায়সারে। আর কয়দিন যেতে না যেতেই রাস্তার পিচের ছালচামড়া ও ইটের খোয়া বালি উঠে বড় বড় গর্ত হয়ে খানাখন্দ পরিণত হয়। ইতোমধ্যে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার গোদাঘাটা এলাকায় একটি রাস্তায় পিচ দেওয়ার একদিনের মাথায় ওই রাস্তায় হাত দিলেই পিচ উঠে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসি। তবে বেহালদশা রাস্তায় চলাচলে জনসাধারণ চরম দুর্ভোগ পাচ্ছে বলে এলাকাবাসি জানান।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …