আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে রাশেদ হোসাইনের যোগদান

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনিতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রাশেদ হোসাইন যোগদান করেছেন। সোমবার (১লা জুলাই) বিকালে তিনি নতুন কর্মস্থল আশাশুনিতে যোগদান করেন।
দীর্ঘ ১১ মাস আগে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) চলে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। উপজেলা নির্বাহী অফিসারগণ অতিরিক্ত দায়িত্ব হিসাবে কাজ করে এসেছেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ৩৮ তম বিসিএস ক্যাডার। তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণরত ছিলেন। গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলায় তার জন্মস্থান।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিনি গত ৩০ জুন খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে পদোন্নতি পেয়ে আশাশুনিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সোমবার তিনি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছে যোগদান করেন। পরে নির্বাহী অফিসার কৃষ্ণা রায়সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Check Also

ঈদে সুন্দরবন ভ্রমণে হাজারো পর্যটকের ভীড়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া ফরেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।