আশাশুনির খাজরা ও সদর ইউপির উপ- নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি) সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার খাজরা ও সদর ইউনিয়নের উপ-নির্বাচনে ৯জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। চেয়ারম্যান পদে খাজরা ইউনিয়নের উপ নির্বাচনে ৪ জন প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল উপ নির্বাচনের তফশীল ঘোষণা করার পর এ পর্যন্ত খাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল ও কামাল হোসেন। তাদের মধ্যে বুধবার (৩ জুলাই) অহিদুল ইসলাম মোল্যা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় ইউনিয়ন আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আছাদুল ইসলাম,অবঃ শিক্ষক ইলিয়াছ হোসেন, মেম্বর রবিউল ইসলাম, মেম্বর শিমুল হোসেন, সাবেক মেম্বার আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর পদে নির্বাচনের জন্য ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, শাহানারা খাতুন, ছালেহা পারভিন পান্না, রেহেনা খাতুন ও মোমেনা খাতুন। বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাকী প্রার্থীবৃন্দ মনোনয়নপত্র জমা দেবেন বলে জানাগেছে।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।