মোঃ সাইদুল হোসেন শহর প্রতিনিধিঃ
মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি, ফ্রী ফায়ারকে না বলি, নামাজকে হ্যাঁ বলি, এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ৫য়ে জুলাই ২০২৪ অনুষ্ঠিত হলো ৩নং নাম্বার ওয়ার্ডের বাগানবাড়ি বন্ধু মহলের উদ্যোগে গফুর সাহেবের আম বাগানের উত্তর পাশে মাঠে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় একদিকে প্রতিদ্বন্দ্বী করেন বাগানবাড়ি বিবাহিত একাদশ এবং অন্যদিকে প্রতিদ্বন্দ্বী করেন বাগানবাড়ি অবিবাহিত একাদশ বিবাহিত একাদশ ৪-১ গোল দিয়ে জয় লাভ করেন উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ছোটন, ধারাভাষ্যে ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন ৩নং নাম্বার ওয়ার্ড কমিশনার আইনুল ইসলাম (নান্টা), বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ, আরও ছিলেন শেখ সিরাজুল ইসলাম, (ডালিম) চালতেতলা বাজার কমিটির সেক্রেটারি আরো বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, জালাল মুহুরী,
উক্ত খেলায় বিবাহিত একাদশ ৪-১ গোলে জয়লাভ করেন এবং সকল খেলায় পরিচালনা করেন বাগানবাড়ি বন্ধ মহল।