এমবিবিএস চুড়ান্ত ফলাফলে চিকিৎসক হলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ৪০ দেশি-বিদেশী ছাত্রী

এমবিবিএস চুড়ান্ত পেশাগত পরীক্ষা নভেম্বর ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ৪০ জন দেশি-বিদেশী ছাত্রী চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন।

১০ জুলাই বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস চুড়ান্ত বৃত্তিমূলক পরীক্ষা নভেম্বর-২০২৩ এ মোট ৫২ ছাত্রী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন ছাত্রী। পাশের হার ৭৭ শতাংশ। ছাত্রীদের মধ্যে বাংলাদেশীসহ ভারতের জম্মু এন্ড কাশ্মীর, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হায়দারাবাদ, কলকাতাসহ বিভিন্ন প্রদেশের শিক্ষার্থী রয়েছেন। প্রকাশিত ফলাফলের দিক থেকে ২৪ টি মেডিকেল কলেজের মধ্যে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অবস্থান যৌথভাবে ৫ম।

বিশ^বিদ্যালয়ের অধিন সরকারি বেসরকারি মোট ২৪টি মেডিকেল কলেজ থেকে নভেম্বর ২০২৩ এর পরীক্ষায় মোট ২ হাজার ৩শ’ ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে পাশ করেছেন ১ হাজার ৬শ’ ৮০ জন। পাশের হার ৭২.৭০ শতাংশ।

আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশ করা শিক্ষার্থীরা এরপর ইন্টার্ন ডাক্তার হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব হাসপাতালে যোগদান করবেন। এক বছর ইন্টার্ন শেষে তারা পরবর্তি পেশাগত জীবনে পদার্পণ করবেন।
শিক্ষকবৃন্দের আন্তরিকতায় ও প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতার জন্যই ভালো ফলাফল অর্জিত হয়েছে বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
নোট: ছবি আছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।