খেলাধুলা যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে: এমপি আশু

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু এমপি বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। স্মার্টফোনের কুফল, মাদক. বাল্যবিয়ে, কিশোর অপরাধ থেকে আগামী প্রজন্মকে ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন বেশি বেশি করতে হবে। এতে করে সুস্থ বিকাশের যুব সমাজ দেশের বোঝা নয়, তারা হবে দেশের সম্পদ।
শুক্রবার (১২ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু শহরের উপকন্ঠে লাবসা বলফিল্ড মাঠে লাবসা পল্লী মঙ্গল সমিতির আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আশু বলেন, খেলাধুলায় সাতক্ষীরা জেলা একটি উর্বর জায়গা। এই জেলাকে ক্রীড়াবীদ তৈরীর সুতিকাগার বলা যায়। যেকোন ইভেন্টে এ জেলার খেলোয়াররা জাতীয় পর্যায়ে সাফল্য রেখে যাচ্ছে। এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে লাবসা পল্লীমঙ্গল সমিতির সভাপতি কাজী আবু হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি  কায়ছারুজ্জামান হিমেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন।
লাবসা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি  সদস্য কাজী মনিরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান রহমত, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান  সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান  প্রিন্স, শিমুন সামস, মো. রুহুল আমিন, লাবসা পল্লী মঙ্গল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, মীর ইকবাল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক শেখ আবু তুষার, সহ-ক্রীড়া সম্পাদক আবুল বাশার, ঝাউডাঙ্গা ইউপি সদস্য  মো. মফিজুল ইসলাম, লাবসা ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবিদ হাসান, মীর আব্দুল খালেক, কামরুল ইসলাম, সাংবাদিক  আবু সাঈদ প্রমুখ।
খেলায় লাবসা ইয়াং স্টার বনাম লাবসা সানরাইজ একাদশ অংশ নেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের কোন গোল না হওয়ায় টাইব্রেকারে লাবসা ইয়াং স্টার একাদশ ৪/৩ গোলে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আসাদুর রহমান, মনিরুজ্জামান মনির, বাবুর আলী।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।