আশাশুনিতে কবর থেকে মোস্তাকিমের লাশ তুলে

এস, এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি)সাতক্ষীরা।। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের নিহত মোস্তাকিম কারিগরের লাশ উত্তোলন পূর্বক ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ইজুলাই)সকাল ১১টায় আশাশুনির চাম্পাফুল স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোদাড়া গ্রামের এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মোস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল, নানা ইব্রাহিম খলিল, প্রতিবেশী আব্দুল আলিম প্রমুখ।

মানববন্ধনে অংশ গ্রহনকারী বক্তাগন বলেন, মোস্তাকিম কারিগর একজন মেধাবী কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিলো। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। থানা পুলিশকে না জানিয়ে মোস্তাকিমের লাশ তড়িঘড়ি করে তার পিতা রাজ্জাক কারিগর ময়নাতদন্ত রিপোর্ট ছাড়াই দাফন করেছেন।

এবিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও মোস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনের কোন সমাধান করতে পারেনি থানা পুলিশ। এর কোন সুরাহা না হওয়ায় নিহত মোস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মোস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামীকে করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্র ধরে বক্তাগণ বলেন, গোদাড়া গ্রামের মেরাজ আলী কারিগরের ছেলে আলকেছুর রহমান ইতিপূর্বে নিহত মোস্তাকিম কারিগরের মাতা ময়না খাতুনকে হত্যা করতে, আলকেছুর রহমান, মোস্তাকিমের পিতা আব্দুর রাজ্জাক কারিগরকে সহায়তা করেন। সেই থেকে রাজ্জাক কারিগরের পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে মিশে চলে আলকেছুর রহমান। পরে রাজ্জাক কারিগরের দ্বিতীয় স্ত্রী পারুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান তিনি। যা মোস্তাকিম কারিগর দেখে ফেলে। এরপর থেকে শুরু হয় মোস্তাকিম কারিগরকে হত্যার পরিকল্পনা। যা মোস্তাকিম কারিগর তার নিজের জীবনের আশঙ্কার বিষয়টি বুঝতে পারে। বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালেও শেষ রক্ষা হয়নি মোস্তাকিম কারিগরের। স্থানীয়রা নিহত মোস্তাকিম কারিগরের লাশ উত্তলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর দাবী জানান। একই সাথে এ হত্যা কান্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান স্থানীয়রা।#

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।