তালায় জাতীয় শ্রমিক লীগের সেলিমকে সভাপতি পদে পূর্ণ  বহাল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেনকে সভাপতি পদে পূর্ণ  বহাল করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর খুলনা ডুমুরিয়া থানা পুলিশ  অপহরণ মামলায় তালা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেনকে  গ্রেফতার করে। তাকে সাময়িক সভাপতি পদ থেকে অব্যহতি দেওয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ সমূহ আদালত কর্তৃক মামলটি মিথ্যা প্রমাণিত  হওয়ায় মোঃ সেলিম হোসেনকে জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার  সভাপতি পদে পূর্ণ বহাল করা হইল।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ঘোষণা বাস্তবায়নের দাবি শিক্ষকদের আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান

শিক্ষা মন্ত্রলয়ের যুগ্ম সচিব কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।