দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত হুসাইন শওকত। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।
এসময় সকল ইউনিয়ন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষমাত্রা পূরণ করতে বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রতিমাসে জন্ম গ্রহন ও মৃত্যু বরণ কারীদের তথ্য অনলাইনে এট্রি করতে হবে। এগিকে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কুইজ প্রতিযোগীতায় বিজয়ী দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক ও কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।

দেবহাটার সরকারি কেবিএ কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর
দেবহাটা প্রতিনিধি: ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদের বিভিন্ন ফি অনলাইন ব্যাংকিং এ জমা দিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার সাথে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ কর্তৃপক্ষের সাথে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহ আলম ও সরকারি খান খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
পারুলিয়া শাখার সেকেন্ড অফিসার তপন মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর এজিএম প্রহলদ কুমার মাখাল, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা সহ অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থী কর্তৃক কলেজের সমস্ত ফিসাদি অনলাইনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পরিশোধের নিমিত্তে পূর্ব প্রস্তুতকৃত স্ট্যাম্পে কলেজ ও ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর পরবর্তী ফাইল হস্তান্তর করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।