নিজস্ব প্রতিনিধি: চলমান দেশে কোটাবিরোধীদের আন্দোলন চলমান রয়েছে।তার ধারাবহিকতায় সাতক্ষীরায় সকাল থেকে খুলনা রোড মোড়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। কোটাবিরোধী বিক্ষোভ সমাবেশ চলাকালে তাদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ পাল্টা খুলনা রোড মোড়ে অবস্থান নেয়।
উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করলে জেলা পুলিশের মধ্যস্থতায় জেলা ছাত্রলীগ চলে গেলে কোটাবিরোধীরা মিছিল নিয়ে নারিকেল তলা মোড় পর্যন্ত পদিক্ষণ করে সমাপ্ত ঘোষণা করে। জেলা ছাত্রলীগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ শাহাবাজ খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কাজী হিমেল, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শোভন, জেলা ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দ্বীপ, আরাফাত রহমান, মারুফ হোসাইন,ফারিব আজমীর,ও আব্দুর রহমান প্রমুখ।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসিফ শাহবাজ খান গণমাধ্যমকে বলেন,কোটাবিরোধী আন্দোলনকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।তাদের এই নৈরাজ্য অংশবিশেষ তাদের সাথে মাঠে আছে ছাত্রদল,ছাত্রশিবিরের কর্মীরা। ছাত্রলীগ তাদের নৈরাজ্য বিরুদ্ধে মাঠে থেকে তাদের প্রতিহত করবে।