সাতক্ষীরায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরায় সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোন কথা নেই। যারা এই মাটিতে জন্ম নিয়েছেন তারা এই মাটির সন্তান, এই মাটিতে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করবে। কেউ নিজেকে সংখ্যালঘু বলে ছোট করবেন না।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা মন্দির কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এমপি আশু বলেন, সাতক্ষীরা সদরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচত করেছে। সদরবাসীর সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে। বর্তমান জোট সরকার হলো ধর্মনিরপেক্ষ,অসাম্প্রদায়িক। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পদক বিশ্বাস নাথ ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী, সনাতন দাস, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পদক আনোয়ার হোসেন চান্দু, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, শ্রীশ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের পরিচারক ব্রহ্মচারী শ্রী শ্যামানন্দ কৃষ্ণ দাস, সাতক্ষীরা স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ সভাপতি শ্রী নয়ন কুমার সানা প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের পুনঃ রথযাত্রা মহাৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর, বর্ণাঢ্য সাজে বিশাল শোভাযাত্রা বের হয়। ফিতা কেটে শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো.আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।