ঢাবিতে গায়েবানা জানাজা, রাজু ভাস্কর্যের সামনে যেতে পুলিশের বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়েছেন। এরপর টিএসসির দিকে রাজু ভাস্কর্যের সামনে তারা যেতে চাইলে বাধা দেয় পুলিশ।এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ।

টিএসসির পুরো এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের ছাত্র আখতারুজ্জামানকে আটক করেছে পুলিশ।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আটক করা দুই শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন নিপীড়নবিরোধী শিক্ষকরা।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদের জানাজা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বাড়ির পাশের জাফরপাড়া কামিল মাদরাসা মাঠে সকাল সোয়া ৯টায় প্রথম জানাজা হয়।

এরপর প্রায় সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আরো কিছু শিক্ষক–শিক্ষার্থী এলে দ্বিতীয় জানাজা হয়। পরে সোয়া ১০টার দিকে সাঈদের লাশ দাফন করা হয়।

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববদ্যিালয়ে গায়েবানা জানাজা পড়ানো হয় দুপুরে।

সূত্র : বিবিসি

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।