চট্টগ্রামে সাড়ে ৭ হাজার কোটা সংস্কার আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা

মঙ্গলবার চট্টগ্রামে মুরাদপুর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সাড়ে ৭ হাজার আন্দোলনকারীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ৫০০০ থেকে ৬৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে পাঁচলাইশ থানায়। এর মধ্যে পুলিশ দুটি এবং সংঘর্ষে আহত একজনের মা একটি মামলা করেছেন।

এ ঘটনায় আরো মামলা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এছাড়াও নগরের খুলশি থানায় একজনের নাম উল্লেখসহ সাড়ে পাঁচশত জনকে আসামি করা হয়েছে। একজন ভুক্তভোগী মামলাটি করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, তিনটি মামলার মধ্যে হত্যার দায়ে করা মামলায় অজ্ঞাত সাড়ে ৬ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়াও বিস্ফোরণের দায়ে ১০০-১৫০ এবং হামলার ঘটনায় এক নারী ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেছেন।তিনি জানান, নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর শীত বস্ত্র বিতরণ

তালা উপজেলা সংবাদদাতা:- সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটকেলঘাটার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।