সাতক্ষীরা সংবাদদাতাঃ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম। মামলার তদন্ত কর্মকর্তা তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ২ দিনের রিমান্ডের আদেশ দেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪ জন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করেন একই আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জনের বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এড.আব্দুল মুজিত আদালতে আটককৃত ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, কোটা নিয়ে উচ্চ আদালতে একটি রায় হয়েছে। এরপরও রিমান্ডের দরকার কেন। এসময় এড.শাহআলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশাতাধীক আইনজীবি শুনানিতে অংশ নেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …