পল্টন থেকে ঢাবির ২ ছাত্রসহ ৪ জন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্ররা। এরই অংশ হিসেবে রাজধানীর পুরোনো পল্টন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে ৪জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী ও দুজন পথচারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি দায়িত্বে থাকা পুলিশ।

জানা যায়, আটক দুই শিক্ষার্থীদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তার নাম মুসাদ্দেক তিনি ঢাবির ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্র।

এদিকে, রাজধানীর সাইন্সল্যাব এলাকা থেকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আটক হওয়ার খবর মিলেছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কমপ্লিট শাটডাউনে গত এক সপ্তাহে দেশ স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় সেনাবাহিনী। আজ নতুন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।