সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের ৫জন অসুস্থ, নারীর মৃত্যু

সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সানজিদা বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই।

মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শ্বাশুড়ি।

আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। সকলেরই পাতলা পায়খানা ও বমি হতে থাকে। এক পর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়। স্যালাইন ও ওষুধও খাওয়া হয়। কিন্তু রোববার দুপুরে বাড়িতেই মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

Check Also

নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।