কোটা আন্দোলনে পুলিশের ভূমিকা: সাবেক কৃষিমন্ত্রীর ছেলের পোস্ট ঘিরে তোলপাড়

কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পোস্ট করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বড় ছেলে রেজুয়ান শাহরিয়াম সুমিত।

মঙ্গলবার নিজস্ব ফেসবুক ওয়ালে লম্বা একটি স্ট্যাট্যাস জুড়ে দেন সুমিত।

এতে লেখেন, গত সপ্তাহে বাংলাদেশের রাজপথে পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানাই। যা ২০০ প্রাণ কেড়ে নিয়েছে। ২০০ প্রাণ!এছাড়াও বেশকিছু রাষ্ট্রীয় সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে এ সহিংসতার ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

রাজপথে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর যারা ‘দেখামাত্রই গুলি’ করার অনুমোদন দিয়েছেন, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।হত্যা, বুলেট, দমন-পীড়নের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনা যায় না। আমাদের প্রকৃতপক্ষে যা প্রয়োজন তা হলো- সহানুভূতি, বোঝাপড়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- একটি অনুকূল পরিবেশ, যেখানে সুস্থ মতামত প্রকাশ বিকাশ লাভ করতে পারে।

‘Do The Right Thing‘- মানে এমন সিদ্ধান্ত নেওয়া, যা নিজের ব্যক্তিগত চাহিদার ওপর ভিত্তি করে নয়, যা নিজের জনপ্রিয়তাকে প্রসারিত করে না, বা আমার ব্যক্তিগত বিশ্বাসকে প্রয়োগ করে না। এর অর্থ হচ্ছে- বৃহত্তর বা সাধারণভাবে সবার ভালোর জন্য যা ভালো, তা করা।

এটি আমার অধ্যাপক স্পাইক লি পরিচালিত পুলিশি বর্বরতা এবং জাতিগত বিভাজনের ওপর নির্মিত একটি যুগান্তকারী আমেরিকান চলচ্চিত্রের শিরোনামও। ১৯৮৯ সালে মুক্তি পেলেও চলচ্চিত্রটি আজও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক এবং আবেগগতভাবে প্রভাবশালী।

এদিকে সাবেক কৃষিমন্ত্রীর ছেলের এমন পোস্টকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা-সমালোচনা।  এছাড়া অপর একটি পোস্টে সরকারের বিরুদ্ধে কথা বলেন সুমিত। যদিও সেটি তিনি ডিলিট করেছেন, তবুও নানা সমালোচনা চলছে খোদ ক্ষমতাসীনদের মধ্যে। এমনকি বুধবার আওয়ামী লীগের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই পোস্টের কারণে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।