আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বরশিপ ও ট্রেনিং সার্টিফিকেট জাল তৈরি করার অভিযোগে গ্রাম্য চিকিৎসক ডা. এস. এম কবির (৪৫) কে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান পরিচালনা করে পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামী সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী এলাকার মৃত সোলায়মানের ছেলে।
সূত্রে জানা গেছে, গাজীপুরে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর অনুমোদিত এবং কপিরাইটকৃত প্রতিষ্ঠান আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি সেন্টার। যার রেজিঃ নং-এস-৯৬৩০।
বাংলাদেশের জেলার গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট নিয়ে থাকে। এমনইভাবে গ্রাম ডা. এস.এম কবির প্রশিক্ষণ শেষে আমাদের মাধ্যমে তিন বছর পূর্বে একটি সার্টিফিকেট নিয়ে এসে সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে ‘সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার’ নামে আঞ্চলিক কেন্দ্র সিট ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার তত্ত্বাবধানে একটি প্রতিষ্ঠান চালু করে অসাধু উপায়ে অর্থ উর্পাজনের লক্ষ্যে অসৎ প্রবোনতা নিয়ে আমাদের সার্টিফিকেট জাল তৈরি করে।
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি”র কেন্দ্রীয় মহাসচিব মো. আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে আজকে সাতক্ষীরাতে এসে দেখি হুমায়ুন কবির নামে একজন গ্রাম ডাক্তার আমাদের মেম্বারশিপ ও ট্রেনিং সার্টিফিকেট আমাদের অনুমোদন না নিয়ে সাতক্ষীরা প্রেসে ছাপায় এরপর আমরা এসে থানায় এজহার দায়ের করে স্থানীয় পুলিশের সহযোগিতায় শেষ সার্টিফিকেটসহ আসামীকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি এম এ গফুর বলেন, আমার মহাসচিব আমাকে জানালেন সাতক্ষীরায় আমাদের কিছু ভুয়া সার্টিফিকেট তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমিও সাতক্ষীরায় চলে আসি। পুলিশ এবং সাংবাদিকদের সহযোগিতায় আমরা সেই ভুঁয়া ব্যক্তিকে ধরতে পারছি এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।