গাজীপুরে সংঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু
ক্রাইমবাতা রিপোট: গাজীপুর। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় সংঘাতে সময় এক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।
তিনি জানান, শনিবার (৩ আগস্ট) মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। এর আগে দুপুর তিনটার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা রেকার (বিকল গাড়ি সরানোর গাড়ি) ও টহলের কাজে ব্যবহৃত পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। তারও আগে, বেলা ১১টার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী-সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। কিছু সময় পর শিক্ষার্থীরা লাঠিসোঠা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এসময় শিক্ষার্থীরা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া শ্লোগান দেয়।
পরে উত্তেজিত শিক্ষার্থীরা মাওনা ফ্লাইওভারের নিচে থাকা তিনটি পুলিশ বক্সে আগুন দেয়। এরপর তারা পুলিশের তিনটি গাড়িতে আগুন দেয়। bbc.com