সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমা

নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরসহ থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ৩০ জুলাই তিনি ও তার পরিবারের ৫ সদস্য থাইল্যান্ড গেছেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমী ও নাতী জোহা ইফ্রায়িম ওসমান আরজিয়ান।

গত ২৯ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।

এ আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়নমেন্টের কাগজ দাখিল করেন।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে ৩০ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার।

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি। https://www.banglaoutlook.org/news/236121

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।