প্রকাশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসুন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। শনিবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভোর ৫টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে তিনি বলেছেন, যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। দায় কিন্তু নিতেই হবে।

শিক্ষামন্ত্রী লেখেন, ‘অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস, আর ত্রাসের মাধ্যমে দাবি পূরণ নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাই না। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক। হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে, ইস্যুর পেছনে লুকিয়ে থেকে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ, আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রকাশ্যে আসুন।’

তিনি আরও লেখেন, ‘দায় কিন্তু নিতেই হবে, যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। আসুন সংঘাত নয় শান্তি প্রতিষ্ঠা করি, সংঘাতে সংঘাতে আরও মায়ের কোল খালি হবে।’

Check Also

১১—২৫ এপ্রিল সাতক্ষীরা জামায়াতের গণসংযোগ ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।