সাতক্ষীরা সংবাদদাতাঃ ১৭ বছর পর অফিস খুললো সাতক্ষীরা জামায়াত। গতকাল বেলা সাড়ে ৫টার দিকে শহরের মুন্সিপাড়াস্থ জামায়াতের এ অফিসটি তালা খোলেন সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। এসময় জামায়াতের জেলা নায়েবে আমীর মেখ নূরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এর শেখ হাসিনা সরকারের সতল জুলুম নির্যাতনের বিচার দাবী করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা জামায়াত আফিস থেকে বের হয়ে তুফান মোড়, নিউমার্কেট মোড় হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। মিছিলটির নের্তৃত্বদেন সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া মিলিলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অেংশ নেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …