ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলখানার কারাবন্দী ছাত্রজনতারা গতকাল রাতে বের করে দিলেও আজ মঙ্গলবার সকাল থেকে আবারও জেলখানায় ফিরতে শুরু করেছে। সরেজমিনে সাতক্ষীরা জেলখানায় যেয়ে দেখা যায়, কারাবন্দী ইয়াসিন, রমজান, ইয়াকুব, রাকিব, রাশেদুল, বাদশা, খায়রুল, আলম, আশরাফ হোসেনসহ যে সব কারাবন্দী, রাজনৈতিক মামলার ব্যক্তিদের জেলখানা হতে ছাত্রজনতা বের করে দিয়েছিল তারা স্বেচ্ছায় আবার জেলখানায় ফিরছে। ফেরত সাজাপ্রাপ্ত আসামীরা জানান, ভয়ে আমরা জেলখানা হতে বের হয়ে গিয়েছিলাম। আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা আবারও কারাগারে ফিরে এসেছি।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …