কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাথে নির্বাহী অফিসার ও এএসপি সার্কেলের সাথে মতবিনিময়

আজ ০৭ আগষ্ট কালিগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্হিতিতে জামায়াতের ভূমিকা কি তা জানাতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ পুলিশের এএসপি সার্কেল ও কালিগঞ্জ থানা ইন চার্জের সাথে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন।
পৃথক পৃথক অনুষ্ঠিত বৈঠকে জনাব আজিজুর রহমান জানান,জাতীয় সম্পদ সংরক্ষণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের জান মাল ও উপসানলয় রক্ষার্থে জামায়াতের কর্মীরা জীবনবাজি রেখে অতন্দ্র প্রহরীর ন্যায় ভূমিকা রাখছে।আমাদের কেন্দ্রীয় আমীরের নির্দেশে আমরা একাজ করে যাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত। এ আমানাত আমদের রক্ষা করতে হবে।যা ইত:মধ্যে সকল জাতীয় আন্তর্জাতিক সংবাদ মিডিয়ার প্রকাশ পেয়েছে।
প্রতিনিধিদলের বক্তব্যে
প্রশাসনের কর্তাব্যক্তিরা স্বীকার করে বলেন,আপনাদের ভুমিকা আমাদের মুগ্ধ করেছে।দেশের বিভিন্ন স্হানে মন্দির ও থানা পাহারা দেয়ার ছবি আমরা দেখেছি।আপনাদের এ ভুমিকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জানান,আমরা আগামীতে জনগন দেশের সম্পদ রক্ষায় সচেষ্ট থাকব।
প্রতিনিধি দলে আরো যারা ছিলেন, উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন, মাওলানা আনোয়ারুল ইসলাম, এ আর আসকারী,ড.মিজানুর রহমান, মাওলানা আব্দুল মোমেন,অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মহসিন আলম ও উপজেলার শিবির নেতৃবৃন্দ।

 

এদিকে আজ দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।

Check Also

সাতক্ষীরায় একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।। একুশে টেলিভিশনের ২৫তম’ প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর হাসপাতালে শতাধিক রোগীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।