হিন্দু-মুসলিম সবাই দেশের গর্বিত নাগরিকঃ মুহাঃ ইজ্জত উল্লাহ সংবাদদাতাঃ আতঙ্ক কেটে স্বস্থি ফিরছে জেলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে। জামায়াত শিবিরকে পাশে পেয়ে তারা স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন এই দেশ আমাদের সকলের। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু মনে করি না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই দেশের গর্বিত নাগরিক। নাগরিক সুবিধা পেতে ধর্ম কোন বাধা হতে পারে না। তাই সকলে এক সঙ্গে দেশটাকে এগিয়ে নিতে হলে সকল ভেদাভেদ ভূলে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি মন্দিরের পুরোহিতদেরকে আশ্বস্থ করেন যে তাদের ওপরে কেউ হামলা করলে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। গত জামায়াতে ইসলামী তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে আড়ংপাড়া কাটিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আমীর মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও মাও আব্দুল হালীম এর সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধাক্ষ্য শহিদুল ইসলাম মুকুল, তারবিয়াত সেক্রেটারি ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা আমীর মাও. মফিজুল ইসলাম, তালা উপজেলার সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দিন, মোঃ মোস্তাফিজুর, শ্রী শিবুপদ দাশ, শ্রী হরেন্দ্রনাথ দাশ প্রমুখ। এছাড়া সকালে পাটকেলঘাটা জামায়াত আফিসে জামায়াতের এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী জানান, গত তিন দিন ধরে সাতক্ষীরায় অব্যাহভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গ্রাম থেকে শুরু করে জেলা শহরের মন্দিরগুলোতে শুক্রুবার সন্ধ্যা পর্যন্ত তারা পাহারায় ছিলেন। নামাজের সময় হলে মন্দিরের পাশে খোলা জায়গায় তাদের নামাজ আদায় করতে দেখা যায়। এতে স্বস্থি বোধ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এদিকে আশাশুনি উপজেলার নাকতাড়া কালিবাড়ী বাজারে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মন্দিও পরিদর্শন করেছে স্থানীয় জামায়াত। এসময় উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুর্তজা, জামায়াত নেতা ডাক্তার রোকনুজ্জামান, আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।