আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেছেন সাতক্ষীরা জামায়াত আমীর

সংবাদদাতাঃ  কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনে ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারে  সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নেতারা। শক্রুবার (৯আগস্ট) সকালে দেবহাটার আসিফ হাসানের বাড়িতে যান দলটির নেতারা। এসময় নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন এবং আতœার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমান, নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, মাওলানা সামসুল আরিফ, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন, সেক্রেটারী মাওলানা ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সেক্রেটারী রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। জামায়াতের মুহাদ্দিস রবিউল বাশার বলেন, আমরা নৈতিক দায়বোধের জায়গা থেকে এসেছি। তার আত্মত্যাগের কারণেই বুক ভরে শ্বাস নিতে পারছি।

এর আগে বৃহষ্পতিবার রাতে আহতদের চিকিৎসার খোজ খবর নিতে সাতক্ষীরা মেডিকেলে যান, জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর কর্মপরিষদ বদিউজ্জামান, সহ অনেকে। এসময় তারা আলিপুর গ্রামের  আহত নাহিদ হাসান ও পাঁচরখী গ্রামের জিল্লুর রহমানের চিকিৎসার সার্বিক খোজ খবর নেন ও সহযোগীতা করেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।