বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কমিটির সভা অনুষ্ঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান
-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কমিটির এক সভা ৯ আগস্ট কমিটির আহবায়ক সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির আহবায়ক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ছাত্রসমাজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই আন্দোলনে যেসব ছাত্র জীবন দিয়েছেন এবং যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছি। ছাত্রসমাজের এই অবদানকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই শ্রদ্ধা এবং সম্মান করে। তারা জাতীয় বীরের মর্যাদায় সমাসীন থাকবেন।
৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই উপদেষ্টাগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। তাঁরা যেন ছাত্র-জনতার অভ্যূত্থানের মূল উদ্দেশ্য এবং দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি, অর্থ লুটপাট, বিদেশে অর্থ পাচার বন্ধ এবং গণহত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আদালতের কাছে সোপর্দ করার ব্যবস্থা করে ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, জাতি তাদের কাছে সেই প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, আমরা দেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে দেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও জানমালের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেজন্য পাহারাদারের ভূমিকা অব্যাহত রাখার আবারো আহ্বান জানাচ্ছি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।