আশাশুনি পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময়

এস,এম মোস্তাফিজুর রহমান (আশাশুনি)সাতক্ষীরা।। আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, সভাপতি প্রাক্তন শিক্ষক নীল কন্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, সহ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালিপদ রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হিরুলাল বিশ্বাস, দিপংকর মন্ডল, বিভাষ দেবনাথ, সুরঞ্জন ঢালী, গোপাল কৃষ্ণ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তুলসী চন্দ্র পাল, রিপন মুখার্জি প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ তাদের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের কথা জানালে মেজর মারুফ তাদের আশ্বস্ত করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সবাই সতর্ক থাকুন যেকোনো সমস্যা আমাদেরকে জানান । প্রয়োজনে থানায় অভিযোগ করুন। অযথা ভয় পাওয়ার কিছু নেই।
ক্যাপশান ঃ আশাশুনি পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মেজর মারুফ।

Check Also

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নলতা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ই ডিসেম্বর (২০২৪) তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।