রুহুল কুদ্দুস, ধুলিহর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ আগাস্ট) বিকালে ব্রক্ষ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও: জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন, মাষ্টার হাবিবুর রহমান, শহীদ হাসান, সহকারী সেক্রেটারি মাও: আব্দুস সবুর, শহিদুর রহমান , আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ন আমীর মাও: আব্দুস সালাম, ফিংড়ি ইউনিয়ন আমীর শাহিনুজ্জামান, এসময় আরো উপস্থিত ছিলেন শান্তি সমাবেশের মধ্য মণি ফিংড়ি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জননেতা মাস্টার হাবিবুর রহমান। শান্তি সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয় যেন কোন কুচক্রী মহল ছিনিয়ে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সকল চক্রান্ত নস্যাৎ করে বাংলার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্মীয় মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা হলে অর্জিত বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বরী আশরাফুজ্জামান আল আজাদী। উক্ত শান্তি সমাবেশে ধুলিহর, ফিংড়িও ব্রক্ষরাজপুর সহ সাতক্ষীরা উপজেলার সর্বস্তরের আপামর জনগন।শান্তি সমাবেশে জনতার ঢল নামে।শান্তি সমাবেশে সমাপ্তি বক্তব্য প্রদান করেন শান্তি সমাবেশের সভাপতি মাওলানা জাকির হোসেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …