সাতক্ষীরা ব্যাটালিয়নের আয়োজনে বিএনপি জামায়াতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান ফারুকী: দেশের চলমান ও পরিবর্তিত পরিস্থিতিতে বিজিবি সাতক্ষীরা ব্যাট্যালিয়ন এর তত্ত্বাবধানে কলারোয়া থানার কার্যক্রম পুনরায় শুরু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টার সময় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা ব্যাট্যালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক লে: কর্নেল আশরাফ হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মাহমুদ, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: কামরুজ্জামান, যুব জামায়াত ইসলামীর উপজেলা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, পৌর জামায়াত ইসলামের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যিদ হাসানুল বান্না, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া প্রতিদিন এর সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মূছা কালিমুল্লাহ কারিম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রশিবিরের জয়েন্ট সেক্রেটারী বোরহান সাদিক৷

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তারপরও আমরা দেশ ও জাতির স্বার্থে সবকিছু মেনে নিয়ে স্বাভাবিক রূপে শান্তির কলারোয়া আবার আগের রুপে ফিরে আসতে আমরা সব সময় কলারোয়া উপজেলা প্রশাসনের সাথে রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ।

অধ্যক্ষ রইচ উদ্দিন বলেন, পুলিশ বাহিনীর কোনো দোষ নেই তাদেরকে সরকার ইচ্ছামতো তাদের স্বার্থে ব্যবহার করেছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।