কলারোয়া উপজেলা সংবাদদাতাঃবিজিবির নিরাপত্তায় কলারোয়া থানার পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু এবং অধিনায়ক কর্তৃক স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা ১০ আগস্ট সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবির) সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক পি বি জি এম, বি এস সি .জি উপস্থিত থেকে এ উপলক্ষে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক , ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সাতক্ষীরা জেলা ও কলারোয়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও জামাতে ইসলামী বিএনপি ও ছাত্র সংগঠনের প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ বৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে মতামত পেশ করার বক্তব্যে জেলা জামাতের সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আজকের ব্যানারটি সব ধরনের মিডিয়ায় যাবে। ব্যানারটি এই ইঙ্গিত বহন করেছে -যেটি আমাদের এখানে এরকম একটা কিছু হয়ে গেছে। তাই বিজিবি প্রধান পুনরুদ্ধার করার জন্য এখানে এসেছেন । তাই দৃষ্টি আকর্ষণ করছি 17 বছর যে কাণ্ড গোটা বাংলাদেশে ঘটেছে, আমাদের তরুণ ছেলেরা কিছু নোট দিয়েছেন মাথায় রেখেই সামনের দিকে অগ্রসর হবেন বলে আমরা আশা করছি। আমার তো মনে হয় হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে । সবকিছু মেনে নিলাম দেশের স্বার্থে জাতির স্বার্থে। গণঅভ্যুত্থানের মূল অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের । আমি তাদেরকে জাতির বীর হিসেবে ঘোষণা করতে চাচ্ছি । প্রশাসনকে স্বাভাবিক করে জনপদ শান্ত করতে আমরা সহযোগিতা করতে আশ্বস্ত করছি। জেলা ছাত্রদলের সেক্রেটারি মোমতাজুল ইসলাম চন্দন বলেন, আপনারা এই মুহূর্তে থানায় অভিযোগ সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার নোট নেন, তাহলে পরে অ্যাকশনে যাওয়া যাবে । নয়তো এই এক সপ্তাহের মধ্যে তথ্যের বিকৃতি হতে পারে। কলেজের পক্ষ থেকে সোনার বাংলার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জামায়াত নেতা আশফাকুর রহমান খান বলেন আমাকে ৪৭ টামামলা দিয়ে এই প্রশাসন আমাদেরকে নেককারজনকভাবে অপদস্থ করেছে । আমরা আশা করব এই প্রশাসন আমাদেরকে এভাবে আর হয়রানি করবে না । কামারআলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনি বলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে । প্রশাসন আমাদেরকে ১৭ বছর ঘুমাতে দেয়নি, পানিতে গলা ডুবিয়ে রাত পার করতে হয়েছে অনেকের । আর আজকে প্রশাসন আমাদের পানির বোতল দিয়েছে । প্রশাসনকে ধন্যবাদ, তবে আগামীতে নিশ্চিত করতে হবে জনগণের আস্থার প্রতিফলন । সাংবাদিকদের পক্ষে কলারোয়া রিপোর্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী বলেন, বিগত দিনে এই জনপদে মিথ্যাকে সত্য , সত্যকে মিথ্যার সংমিশ্রণ করে জনপদের মানুষকে আলো বাতাস থেকে বঞ্চিত করা হয়েছে । আজকে যারা হলুদ সাংবাদিকতা করে জনপদকে অস্থিতিশীল করেছিল তারা দুষ্কৃতকারীদের পকেট নিউজ পোর্টাল। উপজেলা জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান বলেন, চন্দনপুরে ডালিম বলেছে প্রকাশ্যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে,আমরা ঘুরে দাঁড়াবো প্রস্তুতি হও। এটার জন্য আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আইন হাতে তুলে নিতে চায়না । আপনারা যেতে ভয় পেলে আমাদেরকে সাথে নিয়ে যাবেন। আমরা আপনাদের গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়াব । আপনারা আপনাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন নির্বিঘ্নে এখানে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির কলারোয়া উপজেলা সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা জামাতের আমির মাওলানা কামরুজ্জামান , যুব জামাতের উপজেলা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মোল্লা জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ছাত্রদলের উপজেলা সহ সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সাঈদ হাসানুল বান্না, কলারোয়া থানার অফিসার্স ইনচার্জ শাহিন স্যার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের জয়েন সেক্রেটারি বোরহান সাদিক প্রমুখ
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …