আবুল হোসেন সদর প্রতিনিধি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা বৈকারি ইউনিয়ান শাখার আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল পাঁচটার সময় কাথন্ডা বাজারে। মাওলানা জালালউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রটারিও সাবেক জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর জামায়াতের সেক্রটারি মাওঃ মোশাররাফ হোসেন বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শহীদ হাসান মাওঃ আব্দুস সবুর প্রমূখ। শান্তি সমাবেশে অতিথিগন বলেন আল্লাহর রাসূল মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় হওয়ার পরে কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি দেশের জনগণ আজ মুক্ত হয়েছে জুলুম, খুন,হামলা,মামলা থেকে। শুধু তাই নয় স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ছাত্র ও দেশবাসী যে আশার আলো জ্বালিয়েছে তা যেন কোনক্রমে লণ্ডিত না হয়। এজন্য সকলে কাঁধে কাঁধ রেখে সকল ধর্মের প্রতিষ্ঠান ও বাড়িঘর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন কোন মুসলমান কোন মুসলমানের শত্রু হতে পারেনা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই আমরা মানুষ এবং ভাই ভাই এ জন্য আমাদের কাম্য কারো কোন যেন ক্ষতি না করি। সেদিকে প্রত্যেকের খেয়াল রেখে আইন শৃংখলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দেয়ারও নির্দেশনা দেন, যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে ধরে দেওয়া হবে। উক্ত শান্তি সমাবেশে বিভিন্ন এলাকা থেকে জামাত ইসলামী সহ সকল পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন এবং দেশ বাসির মোঙ্গল কামনা করে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে করেন
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …