বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাংগঠনিক পৌর পূর্ব থানা শাখা সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
তারই অংশ হিসেবে গতকাল সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় মন্দির তথা মায়ের বাড়ি মন্দির পরিদর্শন করে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাংগঠনিক থানা শাখা পৌর পূর্ব থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ মাসুদ রানা। তিনি বলেন সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং মন্দির রক্ষার্থে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে রয়েছে এবং কোন অপশক্তি যদি কোন প্রকার সহিংসতা করার চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য সবসময় প্রস্তুত। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সবাই মানুষ এই মনোভাব নিয়েই আমরা সকলে একসাথে চলবো। তিনি আরো বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ,যার ধর্ম সেই পালন করবে।
তিনি আরো বলেন, কিছু অপশক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নামে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। আপনারা তাদের কথায় কান দিবেন না। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মন্দির ভাঙচুর, হত্যা , নাশকতা, সহিংসতা সহ কোন প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়িত নয়।একটা কথা মনে রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় নৈতিকতা ,আদর্শ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে । আমরা আপনাদের পাশে ছিলাম ,এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ এবং সব ধরনের প্রতিকূলতা মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …