আশাশুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি(সাতক্ষীরা)।।আশাশুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২আগষ্ট) উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বকচর রেডিয়েন্স ক্লাবের দ্বিতীয় তলায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুরশিদ আলম রাব্বীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সমন্বয়ক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেলিম হোসেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের আব্দুর রহমান, আবুল কালাম ইউসুফ, রাকিবুল হাসান, মাওলানা আব্দুর রহমান, অহিদুল ইসলাম প্রমুখ। সমন্বয়ক এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা জোবায়ের হোসেন।মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হাকিম। উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,যুবদলে নেতা রাজু আহমেদ, বিএনপি নেতা আব্দুল মালেক, রফিকুজ্জামান ছোট্টু, মফিজুল ইসলাম,আতাউল্লাহ চৌধুরী, আলামিন হোসেন, যুবদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।