আশাশুনিতে মাছের ঘেরে চুরি।। ছাগলসহ ৪ চোর আটক।।মুচলেকা নিয়ে মুক্তি

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।।আশাশুনিতে মৎস্য ঘেরের বাসা থেকে ছাগল,সোলার সিস্টেম ও মাছ চুরি করার সময় ছাগলসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শোভনালী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। থানা সচল না থাকায় মুচলেকা নিয়ে চোরদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা শোভনালী ইউনিয়নে।
জানা গেছে,সরাফপুর গ্রামের সঞ্জয় কুমার দাশ সরাফপুর পূর্ববিল ও সরাফপুর বাঁকড়া বিলে পৃথক পৃথক মৎস্য ঘেরে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। ঘেরে বিশেষ ব্যবস্থাধীনে ছাগল পালন করা হয়। সংঘবদ্ধ চোরেরা ঘেরের বাসা থেকে সোলারের প্যানেল ও ব্যাটারী, ১৫টি ছাগল এবং ঘেরের বাগদা চিংড়ী চুরি করে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। চোরদের মধ্যে ৪ জন চুরিকৃত ছাগলগুলো বাজারে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার পথে কুলিয়া ব্রীজের উপর পৌছলে ন্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে। আটককৃত চোরেরা হলো সরাপপুর গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে আরব আলী, মোসলেম সরদারের ছেলে আরাফাত, ব্যাংদহা গুচ্ছ গ্রামের কামরুল সরদারের ছেলে মোস্তাকিম ও বাঁকড়া বেলেডাঙ্গা গ্রামের মোসলেম সরদারের ছেলে সাকিল হোসেন। পরে চোরসহ উদ্ধারকৃত ছাগল শোভনালী ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক থানা বন্ধ থাকায় জিজ্ঞাবাদ শেষে মুচলেকা নিয়ে চোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। চোরেরা তাদের গ্যাঙের আরও ১১ জনের নাম স্বীকার করেছে বলে জানাগেছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।