সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভায়

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের কাটিয়াস্থ আফতাব ফিড এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সাতক্ষীরা জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির সভাপতি মো. মশিউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলীর সঞ্চালনায়  মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজমুস সাকিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রধান সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সুহাইন মাহদিন,মুবাশ্বির ফয়সাল। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পোল্ট্রি ফিড দোকান মালিক সমিতির উপদেষ্টা শেখ আশরাফুর রহমান ও মিজানুর রহমান,  সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ স,ম এনামুল হাসান দিপু, নির্বাহী সদস্য দারা চৌধুরী, জিপু প্রমুখ। এসময় সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন,
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রতি কেজি পোল্ট্রি মুরগীর দাম ১৪০ টাকা নির্ধারণের যে পোস্ট দেওয়া হয়েছে এটি সঠিক নয়,  সম্পূর্ণ গুজব।  প্রকৃতপক্ষে,z বিক্রেতারা ক্রয়কৃত মূল্য থেকে সামান্য লাভে বিক্রয়  করছে। তাই ক্রেতা সাধারণ বেশি দামে মূরগী ক্রয় করছে এটি ভাবার কোন সুযোগ নেই।  এসময় বক্তারা পোল্ট্রি মুরগী বিক্রয়কারীদের ক্রয়কৃত ভাউচার সংরক্ষণ করে রাখার আহবান জানান  । সভায়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান  বলেন,আমাদের সাতক্ষীরা আমরাই সাজাবো, আপাতত  সারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা এখন নিজেদের সাড়ে তিন হাত দেহটাকে ঠিক করি, তাহলে সবাই ঠিক হয়ে যাবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন,  বাজার নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে গোঁড়া ঠিক করতে হবে। তাহলে রুট পর্যায়ের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বাজারের যে মুল্য তালিকা ফেসবুকে ছাড়া হয়েছে সেটি যে সঠিক নয় সে বিষয়ে ভোক্তা অধিদপ্তর যদি আমাদের সহযোগিতা করতো তাহলে এ গুজবটি প্রতিহত করার সহজ হতো।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।